Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাল সৌদি আরব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ৯ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাল সৌদি আরব

ঢাকা: বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়া ১৩ রোহিঙ্গাকে ফেরত পাঠাল মধ্যপ্রাচ্যের ধনী দেশটি। সোমবার রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

অষ্টম আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদুল ইসলাম খান বলেন, সৌদি আরব থেকে ১৩ জনকে ফেরত পাঠানো হয়েছে, তারা সবাই রোহিঙ্গা। তাদের ১২ জনই ২০১৫ সালে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে সৌদি গিয়েছিল। জরুরি পাসপোর্ট করে পরিচয় গোপন রেখে তারা দেশত্যাগ করে। এই ১৩ জনই পুরুষ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও জাল পাসপোর্ট সংগ্রহ করার দায়ে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।

 

খবরে বলা হয়, ভুয়া তথ্য দিয়ে বাংলাদেশ, ভারত, ভুটান ও পাকিস্তানের পাসপোর্টে সৌদি আরবে যাওয়া রোহিঙ্গাদের বিভিন্ন বন্দিশিবিরে রাখা হয়েছে। সেখান থেকেই এই ১৩ জনকে ফেরত পাঠানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer