Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

১ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২৬ জুন ২০১৯

প্রিন্ট:

১ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে পহেলা জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকারে আসার পর এটাই হবে তার প্রথম চীন সফর।

১ জুলাই থেকে ৫ই জুলাই পর্যন্ত চীনের ডালিয়ানে অনুষ্ঠিত হবে ওয়াল্র্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে চীনে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। শেখ হাসিনার নেতৃত্বে চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা তাদের। এছাড়া জ্বালানি, বাণিজ্য, জনশক্তি রপ্তানি ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন প্রবাসীরা।

প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রাধান্য পাবে, বর্তমানে চীনের বিশ্ববাণিজ্য কূটনীতিতে প্রধানতম উদ্যোগ `বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ` এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় চীনের অবস্থান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer