Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

হয়রানি বন্ধে থানায় জিডি করলেই আসবে ফোন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ১০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

হয়রানি বন্ধে থানায় জিডি করলেই আসবে ফোন

ঢাকা : হয়রানি বন্ধে এখন থেকে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করলে ফোন করে জিডি সংক্রান্ত যাবতীয় তথ্য নেবে পুলিশ। এমনকি জিডি করতে টাকা দাবি করেছে কিনা বা কত সময় লেগেছে ইত্যাদি সব কিছুর ফিডব্যাক নিবে ঢাকা রেঞ্জ পুলিশ। তাই ফোনে কেউ এ রকম প্রশ্ন করলে অবাক হওয়ার কিছু নেই। যদি ঢাকা রেঞ্জের কোনো থানায় কেউ জিডি করে তাহলে স্বাভাবিক ভাবেই এমন ফোন তার কাছে আসবেই।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর—এই ১৩টি জেলা নিয়ে ঢাকা রেঞ্জ। এতে থানার সংখ্যা ৯৬টি। তবে ঢাকা মহানগর ও গাজীপুর মহানগর এলাকা ঢাকা রেঞ্জের বাইরে। কাজেই ফোনের সুবিধা আপাতত পাচ্ছেন শুধু ১৩ জেলার বাসিন্দারা।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জানান, থানা পুলিশের আচরণ নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। সামান্য জিডি করতে গেলেও হয়রানি। সে কারণে পুরো ব্যবস্থাটি ঢেলে সাজানো হয়েছে। জিডির সব তথ্য নজরদারি (মনিটর) করা হচ্ছে। কেউ জিডি করলেই তার মতামত চাওয়া হচ্ছে। শুধু মতামত চেয়েও ক্ষান্ত থাকছে না পুলিশ। জিডির অগ্রগতির কথাও জানতে চাওয়া হচ্ছে। পুলিশের এ সেবা পেয়ে মানুষ খুশি।

রেঞ্জের অতিরিক্তি ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, ঢাকা রেঞ্জের ৯৬টি থানায় মাসে পাঁচ হাজারের মতো জিডি হয়। এর মধ্যে অর্ধেক জিডি হয় হুমকি, জমি দখল ও নিখোঁজের। হুমকি, জমি দখল ও নিখোঁজের জিডি যারা করেন তাদের কাছে এসব তথ্য জানতে চাওয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer