Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

হাসপাতালে ভর্তি কবি হেলাল হাফিজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ১৪ জুলাই ২০২২

প্রিন্ট:

হাসপাতালে ভর্তি কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয়।

কবির পরিবার থেকে জানানো হয়, কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট দিলে সে বিষয়ে জানা যাবে।

এর আগে বার্ধক্যজনিত জটিলতার কারণে গত বছর আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল কবি হেলাল হাফিজকে।

হেলাল হাফিজ চোখের অসুবিধা, না খেতে পারা এবং হাঁটাচলার কষ্টে ভুগছেন। তিনি কিডনির সমস্যা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যায়ও ভুগছেন।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই ‌‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer