Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

হাসপাতালে প্রধান বিচারপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ৩ জুন ২০২০

প্রিন্ট:

হাসপাতালে প্রধান বিচারপতি

পুরোনো অ্যাজমার সমস্যার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি সুস্থ আছেন। পুরোনো অ্যাজমার সমস্যার কারণে প্রধান বিচারপতি সিএমইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়। গত দুদিনে প্রধান বিচারপতি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত শ’খানেক ফাইলে সই করেছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনও অবকাশ নেই বলে প্রশাসন তাদের বার্তায় স্পষ্ট করেছে।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি সুস্থ আছেন। করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হননি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer