Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

হামলাকারিরা শ্রীলঙ্কান: রনিল বিক্রমসিংহে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ২২ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

হামলাকারিরা শ্রীলঙ্কান: রনিল বিক্রমসিংহে

ঢাকা : শ্রীলঙ্কার তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলাকারিরা শ্রীলঙ্কান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে।

রনিল বিক্রমসিংহে বলছেন, তার দেশে যে বোমা হামলায় ২০৭ জন নিহত হয়েছেন, তার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ আট ব্যক্তিকে আটক করেছে।তিনি বলেছেন, এপর্যন্ত এদের পরিচয় থেকে এরা শ্রীলংকান বলেই জানা যাচ্ছে।

তবে তিনি বলেছেন, তাদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ রয়েছে কি না, তাও এখন যাচাই করে দেখা হচ্ছে।

দেশটির স্থানীয় সময় রবিবার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে।

প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer