Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৬ ১৪৩১, শুক্রবার ১০ মে ২০২৪

স্ট্রবেরি মুন দেখা যাবে কাল বৃহস্পতিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ২৩ জুন ২০২১

প্রিন্ট:

স্ট্রবেরি মুন দেখা যাবে কাল বৃহস্পতিবার

জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ `স্ট্রবেরি মুন` হিসেবে পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব আকাশে তাকালে দেখা মিলবে এ চাঁদের।নামের সাথে এই চাঁদের রঙের মিল নেই। এটি সোনালী রঙের হতে পারে। খবর সিবিএস ও এনপিআর নিউজের

`স্ট্রবেরি মুন` নামটি এসেছে যুক্তরাষ্ট্রের উপজাতিদের কাছ থেকে। স্ট্রবেরি চাষাবাদের সময়ের এই জুন মাসের চাঁদকে এই নাম দেওয়া হয়। কারণ আমেরিকার বিভিন্ন প্রান্তে এই সময়েই স্ট্রবেরি চাষ হয়।

`স্ট্রবেরি মুন` এক ধরনের সুপারমন। এটাই এ বছরের শেষ সুপারমুন হতে পারে।চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।

স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবঙ ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। তাই এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি।

মাসখানেক আগে আরেকটি সুপার মুন দেখা গিয়েছিল। সেটি ছিল `ব্লাডমুন`। সেদিনই হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ। এবার আরও একটি

সুপারমুন দেখতে যাচ্ছে বিশ্ববাসী। তবে এই অঞ্চল থেকে `স্ট্রবেরি মুন` দেখতে পাওয়ার সম্ভাবনা কম। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer