Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সোমবার দেশে ফিরছেন ৪৩২ লেবানন প্রবাসী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

সোমবার দেশে ফিরছেন ৪৩২ লেবানন প্রবাসী

ঢাকা: লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধন করা ৪৩২ জনকে বিমানের টিকিট দিয়েছে বাংলাদেশ দূতাবাস। রোববার ক্লাসিকো স্টেডিয়ামে তাদের টিকিট দেয়া হয়। সোমবার তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে।

দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন বলেন, দূতাবাসের পক্ষ থেকে সিরিয়াল নম্বরসহ প্রথম ব্যাচে দেশে ফেরার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করি। ১৩ ফেব্রুয়ারি ৪৩২ জন করোনা টেস্ট জমা দিয়ে ফ্লাইট নিশ্চিত করেন। শুধুমাত্র যারা করোনা টেস্ট নেগেটিভ নিশ্চিত করেছেন, তাদের টিকিট দেয়া হলো। এটা প্রথম ব্যাচের ফ্লাইট। আগামী ১৮ ফেব্রুয়ারি আরেকটি ফ্লাইট রয়েছে। পর্যায়ক্রমে অল্প সময়ের মধ্যে নিবন্ধনকৃত সবাইকে দেশে পাঠানো হবে।

প্রবাসীরা জানান, দীর্ঘ দেড় বছর ধরে লেবাননে ডলার সংকট। যে কারণে সমস্যা হচ্ছে। ৪০০ ডলার দিয়ে দেশে ফিরতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৮ ডিসেম্বর স্বেচ্ছায় দেশে ফিরতে শুধুমাত্র বিমান টিকিট জমা দিয়ে সাড়ে তিন হাজারের অধিক বৈধ কাগজপত্রবিহীন প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন। গত জানুয়ারির শেষের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের দীর্ঘ লকডাউনের ফলে বিলম্ব হয়।

টিকিট দেয়ার সময় উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আবদুল্লাহ আম মামুন, তৃতীয় সচিব আবদুল্লাহ আল শাফিসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer