Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২০ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি

ছবি- বহুমাত্রিক.কম

ময়মনসিংহ: সেজান জুস কারখানায় অগ্নিকান্ড এবং ৫৪ জন শ্রমিকের মৃত্যুতে দায়ীদরে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা প্রদানের দাবিতে স্কপের দেশব্যাপী স্মারকলিপির কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে ১৯ সপ্টেম্বের স্কপ ময়মনসিংহের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ দিন সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর কাছে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেে স্কপ ময়মনসিংহের সমন্বয়ক ও বাংলাদশে ট্রেড ইউনয়িন কেন্দ্রের জেলা সভাপতি মাহবুব বিন সাইফ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফদিুল ইসলাম মোহন, বাংলাদশে ট্রেড ইউনয়িন সংঘের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসনে, সমাজতান্ত্রিক শ্রমকি ফ্রন্টের জেলা সংগঠক ইমাম হোসনে খোকন ও জাতীয় শ্রমিক লীগের জেলা কমিটির সাংগঠনকি সম্পাদক আবু হানিফ প্রমুখ নেতৃবৃন্দ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer