Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৪, ২৪ আগস্ট ২০১৯

প্রিন্ট:

সুনামগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি

সুনামগঞ্জে ৩ সাংবাদিকের বিরুদ্ধে সীমান্তের ৫ চোরাকারবারী কর্তৃক দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবে শুক্রবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকাল ও দৈনিক সুনামগঞ্জের খবর প্রতিনিধি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-প্রেসক্লাব উপদেষ্টা দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু,সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি আলম সাব্বির,অর্থ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ, সিলেট ভয়েস ২৪.কম প্রতিনিধি আবিব হাসান মানিক,দৈনিক সিলেট ও দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি সামায়ুন আহমেদ,দৈনিক সিলেট সমাচার প্রতিনিধি নাজমুল হাসান রাসেল,দৈনিক কালের ছবি প্রতিনিধি সাবজল হোসেন, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি মুবিনুর মিয়াসহ সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক দিনের শেষে ও দৈনিক কাজিরবাজার জেলা প্রতিনিধি আল-হেলাল, দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি শাহীন আহমদ প্রমুখ।

উল্লেখ্য,তাহিরপুর উপজেলার বাগলী সীমান্ত দিয়ে সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে মোটা অংকের চাঁদা নিয়ে অবৈধভাবে ভারত থেকে প্রতিবছর কোটিকোটি টাকার কয়লা ও চুনাপাথর পাচাঁর করে চোরাচালানীরা। আর এই সংবাদ প্রকাশের জের ধরে গত ২৪ জুন ২০১৯ চিহ্নিত চোরাকারবারী আকবর হোসেনকে বাদী করে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ, দৈনিক সিলেটর দিনকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি কামাল হোসেন রাফি, দৈনিক ঢাকাটাইমস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও তার বড়ভাই ক্রাইম ওয়াচ, দৈনিক আলোতিক সকালের সাংবাদিক ও চলচ্চিত্রের সহকারী পরিচালক, মডেল মোজাম্মেল আলম ভূঁইয়া (মশাল) এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১টি মামলা দায়ের করে।

এই মামলায় সাক্ষি হয় চোরাচালান সিন্ডিকেডের নেতা তাহিরপুর সীমান্তের রংগাছড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোস্তাফা মিয়া মস্তো, মৃত আব্দুল মান্নানের ছেলে আলী হোসেন, বীরেন্দ্রনগর গ্রামের মৃত কুরবান আলী ছেলে মনিরুজ্জামান মনির ও মৃত আব্দুল কাদিরের ছেলে খালেক মোশারফ। তাদের দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer