Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সাগর উত্তাল : ৩ নম্বর সতর্কসংকেত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

সাগর উত্তাল : ৩ নম্বর সতর্কসংকেত

পটুয়াখালীতে হালকা ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার উত্তাল সাগরে উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ছে তীরে। কুয়াকাটায় বৈরী আবহাওয়ায় পর্যটকদের সমুদ্রে নামতে মাইকিং করে নিষেধ করছে টুরিস্ট পুলিশ।

এর আগে রোববার সমুদ্র উত্তাল থাকায় শত শত মাছ ধরার ট্রলার মহিপুরের আলীপুরের শিববাড়িয়া নদীর দু-পাড়ে নিরাপদ আশ্রয় নেয়।

নিজামপুর কোস্টগার্ড জেলেদের মাইকিং করে সতর্ক করছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো জেলেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করছে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের এক্সবিএন স্টাফ অফিসার মো. হাছান মেহেদী বলেন, স্থানীয় নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলার অভ্যন্তরীণ ১৮টি নৌরুটে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer