Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সাকিব আবার বীরবেশে ফিরে আসবে : আশা ১৪ দলের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ৩০ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

সাকিব আবার বীরবেশে ফিরে আসবে : আশা ১৪ দলের

ঢাকা : জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরও খেলা থেকে দুই বছর নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের পাশে রয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আবারও বীরবেশে খেলায় ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে জোটটি। বুধবার ১৪ দলের শীর্ষ নেতাদের এক বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্বসেরা, দেশের গৌরব সাকিব আল হাসান দুই বছর নিষিদ্ধ হওয়ায় ১৪ দল দুঃখ পেয়েছে। তার পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ দলসহ দেশবাসী।সাকিবের উদ্দেশে ১৪ দল নেতারা বলেন, `তুমি সাহস করে এগিয়ে যাও। দেশবাসী তোমার সঙ্গে আছে, থাকবে।`

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer