Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সরকারি টেস্টেও জাফরুল্লাহ করোনা পজিটিভ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ২৮ মে ২০২০

প্রিন্ট:

সরকারি টেস্টেও জাফরুল্লাহ করোনা পজিটিভ

এবার সরকারের নির্ধারিত প্রতিষ্ঠানেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে নোভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিকভাবে সুস্থ, স্থিতিশীল আছেন। এন্টিজেন, এন্টিবডি টেস্টের পর বুধবার তার আরটি-পিসিআর টেস্টের ফলাফলও পজেটিভ এসেছে।ফেসবুকে পোস্টে গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, স্বাভাবিক কাজকর্ম করছেন। তিনি দেশবাসীকে ভীত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং উনার জন্য জন্য দোয়া করতে বলেছেন।

ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন এবং রোগমুক্তি কামনা করেছেন বলে ডা. চৌধুরী জানিয়েছেন। এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ নিয়েছেন।

এর আগে গত সোমাবার ঈদের দিন ডা. জাফরুল্লাহ চৌধুরীর নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer