Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘সমুদ্রের সম্পদ ব্যবহার করে আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ৯ অক্টোবর ২০১৮

আপডেট: ২০:০৯, ৯ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

‘সমুদ্রের সম্পদ ব্যবহার করে আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব’

ছবি- সংগৃহীত

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌ-পরিবহনখাতে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে, এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব।

মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়া সামুদ্রিক ও লজিস্টিক ফোরামের সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র নিয়ে যে সমস্যা ছিল সেটিরও সমাধান হয়েছে।

এ সময় শেখ হাসিনা বলেন, `বাংলাদেশ একটা অপার সম্ভাবনার দেশ। নৌ পরিবহন সেক্টরে রয়েছে বিপুল সুযোগ। কন্টেইনার হ্যান্ডেলিং , ফেরি সার্ভিস, ড্রেজিং কার্যক্রম বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশি বিদেশি বিনিয়োগকারী আসে তার জন্যে আমাদের নীতিমালা আরও উন্নত করেছি।`

তিনি আরও বলেন, `বাংলাদেশ ২০১২ সালে ভারতের সঙ্গে এবং ২০১৪ সালে মিয়ানমারের সঙ্গে বিশাল সমুদ্রসীমা নিয়ে যে সমস্যা ছিল সেটার সমাধান করেছি। এর যে সম্পদ রয়েছে। তা সঠিক ভাবে কাজে লাগানোর জন্যে ব্লু ইকোনমি পলিসি গ্রহণ করেছি। আমরা মনে এই সম্পদ ব্যবহার করে আর্থ সামাজিক উন্নয়ন তরান্বিত করতে পারবো।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer