Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার প্রার্থীর অভিযোগ

টি.আই সানি, শ্রীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ১৩ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার প্রার্থীর অভিযোগ

-নির্বাচনী এলাকা পরিদর্শনে শ্রীপুর সহকারী কমিশনার(ভূমি) ফাতেমাতুজ জোহরা।

গাজীপুর: সম্পাদনা করা ভিডিও প্রচার করে সুনাম ও জনপ্রিয়তা নষ্টের অভিযোগ করেছেন গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল। অভিযুক্ত অ্যাডভোকেট শামসুল আলম প্রধান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

অভিযোগে জানা গেছে, ২০১৪ সনের ৮ মার্চে শ্রীপুরে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। ওই দিনের ঘটনার ভিডিও চিত্র সম্পাদনা করে শুক্র ও শনিবার শ্রীপুর রেলস্টেশন এবং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রদর্শন করা হয়। এতে আব্দুল জলিল উপজেলা পরিষদ নির্বাচনে তার সুনাম ও জনপ্রিয়তা নষ্টের অভিযোগ করেন। অপর একটি অভিযোগে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট শামসুল আলম প্রধান আওয়ামীলীগের দলীয় শ্লোগান ব্যবহার করে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা জানান, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। মঙ্গলবার নির্বাচনী এলাকায় বেশ কয়েকজন প্রার্থীকে আচরণবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer