Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা সংকটে অন্যদেশগুলোও এগিয়ে আসুক-চায় বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গা সংকটে অন্যদেশগুলোও এগিয়ে আসুক-চায় বাংলাদেশ

ছবি: পিআইডি

ঢাকা: রোহিঙ্গা সংকটে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়ে বাংলাদেশ যে উদারতার পরিচয় দিয়েছে অন্য দেশগুলোকেও তা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

জাতিসংঘে ১৯৩টি সদস্য দেশ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমরা মনে করি, অনেক মানুষকে (রোহিঙ্গা) আশ্রয় দিয়েছি। তাই অন্য দেশগুলোকেও একইভাবে সহায়তার কথা বলতে পারি।’

বাংলাদেশকে অন্যতম জনবহুল দেশ আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর এ ক্ষেত্রে অন্য দেশগুলোকে বোঝাতে পারে।’

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। ইউএনএইচসিআর গত ৮ ফেব্রুয়ারি মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা আরও রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশকে আহ্বান জানায়।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্ট হতে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৭ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গাসহ প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে এ মুহূর্তে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ব্যাপক ও পরিকল্পিত সহিংসতার শিকার হয়ে নিজেদের মাতৃভূমি মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় গত বছর বাংলাদেশ সফরে এসে এ দেশের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশ ত্যাগ করার আগে ব্রিফিংকালে তিনি বলেন, ‘বিশ্বে যখন অনেক দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে, সেখানে (বাংলাদেশের জনগণ ও সরকার) তাদের সীমান্ত খুলে দিয়েছে এবং মিয়ানমার থেকে আসা তাদের ভাই-বোনদের আশ্রয় দিয়েছে।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রোহিঙ্গা সংকটের একটি সমাধানে পৌঁছাতে কাজ করছেন তারা। ‘এ সমাধন কোথায় আটকে আছে, তা আপনারাও জানেন, আমরাও জানি।’

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফোরামে সব আলোচনার মধ্যে যাতে এ সমস্যাটি (রোহিঙ্গা) উত্থাপন করা হয় সে জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মন্ত্রী আশা করছেন, তারা ব্যাপক সহায়তা পাবেন যাতে করে সমস্যাটির সমাধান করা যায়।

পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের বরাত দিয়ে ড. মোমেন বলেন, যদি সমস্যা জানা থাকে, সমাধান করা কঠিন হবে না। সমস্যা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গেলে সমাধান সহজ হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সমস্যাটি চিহ্নিত করতে পেরেছি, ইনশাআল্লাহ সমস্যার সমাধানও করতে পারব।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer