Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

রিটার্নিং কর্মকর্তাদের সাথে বৈঠক না করতে চিঠি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৭, ২০ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রিটার্নিং কর্মকর্তাদের সাথে বৈঠক না করতে চিঠি

ঢাকা: রিটার্নিং কর্মকর্তাদের সাথে যাতে কোনো বৈঠক করা না হয় সেই নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয়ে চিঠি দেবে নির্বাচন কমিশন।  মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘যেহেতু রিটার্নিং কর্মকর্তারা এখন নির্বাচন কমিশনের অধীন, তাই অন্য কেউ (মন্ত্রণালয়) যাতে তাদের সাথে বৈঠকে বসতে না পারে সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা মন্ত্রিপরিষদ বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ে চিঠি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে তা জানিয়ে দেব।’

আজ বিএনপি সিইসির কাছে এক অভিযোগে জানায়, গত ১৩ নভেম্বর ইসির ব্রিফিং থেকে ফেরার পথে রিটার্নিং কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর ১১তম সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য গত ৮ নভেম্বর তসফিল ঘোষণার পরই নির্বাচন কমিশন মোট ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করে। তাদের মধ্যে ৬৪ জন জেলা প্রশাসক এবং দুজন ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer