Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

‘রহস্যময় আদম পাহাড়’ বইয়ের পাঠন্মোচন করলেন অর্থমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

‘রহস্যময় আদম পাহাড়’ বইয়ের পাঠন্মোচন করলেন অর্থমন্ত্রী

‘রহস্যময় আদম পাহাড়’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। লেখক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী এবং করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের ভ্রমণবিষয়ক নতুন বই এটি। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বইটি শ্রীলঙ্কার অন্যতম দর্শনীয় স্থান অ্যাডামস পিক এর ওপর লেখা। এটি লেখকের সপ্তম বই।

সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ফরিদ আজিজ, ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, লেখক উদয় হাকিম, অনিন্দ্য প্রকাশের সত্ত্বাধিকারী আফজাল হোসেন এবং সিনিয়র সাংবাদিক এনায়েত ফেরদৌস।

‘রহস্যময় আদম পাহাড়’ বইটির প্রচ্ছদ করেছেন বাইজিদ আহমেদ। লেখকের শ্রীলঙ্কা ভ্রমণের চমৎকার বর্ণনার সঙ্গে নজরকাড়া ছবি দিয়ে এটি সাজানো হয়েছে। ১৪৪ পৃষ্ঠার বইটির দাম ৩০০ টাকা। এতে উদয় হাকিমের ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি অ্যাডামস পিক এর ওপর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে অনিন্দ্য প্রকাশের প্যাভিলিয়নে। ৩১ নম্বর প্যাভিলিয়নটির অবস্থান সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম-উত্তর কোণের শেষ প্রান্তে। এখান থেকে পাঠকরা লেখকের আরেকটি ভ্রমণকাহিনী ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’ কিনতে পারবেন। এছাড়া, ঘরে বসেই রকমারি ডটকম থেকে ‘রহস্যময় আদম পাহাড়’সহ উদয় হাকিমের লেখা অন্যান্য বই কেনা যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer