Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

মাদক বিরোধী দিবসে যশোরে র‌্যালি ও আলোচনা

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ২৭ জুন ২০১৯

প্রিন্ট:

মাদক বিরোধী দিবসে যশোরে র‌্যালি ও আলোচনা

ছবি: বহুমাত্রিক.কম

যশোর: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে যশোরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের অতিরিক্ত পরিচালক আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজায়ে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন উপস্থিত ছিলেন।

র‌্যালিতে যশোরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে যশোর জিলা স্কুলের অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সেলিম রেজা, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, র‌্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার  মেজর আশরাফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন, মাদকদ্রব্য অধিদপ্তরের খুলনার অতিরিক্ত পরিচালক এ এসএম আব্দুল খালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শিক্ষাবিদ মশিউল আযম প্রমুখ। অনুষ্ঠানে স্কুল পর্যায়ে মাদক বিরোধী রচনা, হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer