Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মরিয়ম মান্নানের মাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

মরিয়ম মান্নানের মাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর

২৯ দিন নিখোঁজ থাকার পর আত্মগোপনে থাকা মরিয়ম মান্নানের মাকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার সকালে রহিমা বেগমকে পিবিআই কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

পিবিআইয়ের এসপি সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রহিমা বেগমকে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, শনিবার রাত পৌনে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের কুদ্দুসের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। রহিমা বেগমকে নিয়ে পুলিশের একটি টিম শনিবার দিবাগত রাত ২টার দিকে দৌলতপুর থানায় পৌঁছায়।

সেখানে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, অফিসাররা ওই বাড়িতে গিয়ে দেখেন, ভিকটিম দুই নারীর সঙ্গে কথা বলছেন। অফিসাররা যখন তাকে জিজ্ঞেস করেন, তখন থেকে তিনি কথা বলা বন্ধ করে দেন।


এর আগে, শুক্রবার সকালে নিখোঁজ রহিমা বেগমের (৫৫) সন্ধানে ময়মনসিংহে যায় মরিয়ম ও তার পরিবারের সদস্যরা। কাপড় দেখে মায়ের লাশ দাবি করেন মরিয়ম। তবে পুলিশ বলেছিল, ডিএনএ টেস্ট ছাড়া লাশ চূড়ান্ত শনাক্ত করা সম্ভব নয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer