Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ১৮ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন অফিস আদালত বন্ধ থাকবে।

সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক অফিসে আদেশে একথা বলা হয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আগামী নির্বাচনে সহিসংতা রোধে আজ থেকে রাজধানী ঢাকার পাশাপাশি কুমিল্লায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুমিল্লার ১১টি সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ স্থানে এরইমধ্যে টহল শুরু করেছে বিজিবি। এছাড়া বগুড়ায় ২০, যশোরের ৮ উপজেলায় ১২ এবং সাতক্ষীরায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer