Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভারতের কাছ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন নেয়ার অপেক্ষায় ব্রাজিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ২২ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

ভারতের কাছ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন নেয়ার অপেক্ষায় ব্রাজিল

ব্রাজিল সরকার বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ২০ লাখ ডোজের চালান ভারত থেকে ব্রাসিলিয়ায় আসার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খবর এএফপি’র।

ব্রাজিলের ভ্যাকসিন কর্মসূচি জোরদারে অত্যন্ত প্রয়োজনীয় এসব টিকা শুক্রবার সরবরাহ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন শুক্রবার সন্ধ্যায় ব্রাজিলে পৌঁছাবে।’

প্রকৃতপক্ষে, এসব ভ্যাকসিন গত সপ্তাহে ব্রাজিলে পৌঁছানোর কথা ছিল।

প্রথমে নিজ দেশে টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর ‘রাজনৈতিক চাপ’ থাকার কারণে এ বিলম্ব হয় বলে প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জানান।

বিশ্বে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ মহামারিতে প্রাণ হারিয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ২১ কোটি ২০ লাখ। এদিক থেকে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ব্রাজিলের সামনের সারিতে রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer