Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪

ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণে টেক্সাসে মারা গেল এক বালিকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ১৭ সেপ্টেম্বর ২০১৯

আপডেট: ১৩:০৩, ১৭ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণে টেক্সাসে মারা গেল এক বালিকা

ছবি- সংগৃহীত

ঢাকা : টেক্সাসের এক নদীতে সাঁতার কাটার সময় ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণের পরে ১০ বছরের একটি মেয়ে হাসপাতালে মারা গেছে।

সোমবার তার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
লিলি মায়ে আভান্ত সেপ্টেম্বরের প্রথম দিকে লেবার ডে’র ছুটির দিনে একটি নদী ও লেকে সাঁতার কাটেন, সপ্তাহান্তে তিনি জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হন। তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আরো অবনতি হলে তাকে ফোর্ট ওয়ার্থের কুক চিলড্রেন হসপিটালে ভর্তি করা হয়। তার জীবন বাঁচাতে গোটা আমেরিকা ও বিশ্ব থেকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিস স্থানীয় মিডিয়াকে বলেছে, লিলির মস্তিষ্কে ব্রেইন খাদক অ্যামিবা প্রবেশ করে মস্তিষ্কের কোষ খেয়ে ফেলেছে।নাক দিয়ে এই অ্যামিবা ব্রেইনে ঢুকে পড়ে।অ্যামিবা শরীরে প্রবেশের প্রায় এক সপ্তাহের মধ্যে প্রথম ব্রেইনে জটিল ইনফেকশন ধরা পড়ে।নদী ও লেকে লাখ লাখ লোক সাঁতার কাটেন তবে ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণ বিরল ঘটনা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer