Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ১৯ এপ্রিল ২০২১

প্রিন্ট:

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল

ভারতে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধির কারণে দেশটিতে আগামী সপ্তাহে সফর বাতিল করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের।

এর আগে এ বছরের জানুয়ারি মাসে ভারতে সফরে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সে সময় যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেশি থাকায় সফরও স্থগিত করা হয়।

সাংবাদিকদের বরিস জনসন বলেন, ‘অত্যন্ত দুঃখজনক হলেও নরেন্দ্র মোদী ও আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই সফর হবে না। আমি মনে করি, এ সফর স্থগিত করাই সংবেদনশীল হবে।’ 

আগামী সপ্তাহের সফর বাতিল করার বিষয়টি যুক্তরাজ্য ও ভারত সরকারের এক যৌথ বিবৃতিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সফরে যাওয়ার পরিবর্তে এ মাসের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের মাধ্যমে দুই দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer