Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বিএমএ’র কর্মসূচি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮, ১৩ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বিএমএ’র কর্মসূচি

ঢাকা : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

১৪ ডিসেম্বর সূর্যোদয়ের পর বিএমএ ভবনে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিএমএ ভবনে যাত্রা শুরু হবে।

১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বিএসএমএমইউ’র মিল্টন হল অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর সহধর্মিনী শ্যামলী নাসরিন চৌধুরী। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সময় বিএমএ ভবনে জাতীয় পতাকা উত্তোলণ, সকাল সাড়ে ৬টায় সাভার জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিএমএ থেকে যাত্রা শুরু হবে। সাভার থেকে বিএমএ ভবনে ফেরার প্রাক্কালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer