Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ৩১ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড

ঢাকা : নানা আয়োজনের মাধ্যমে নতুন বছর বরণ করে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এ উপলক্ষে দেশে দেশে চলছে নানা আয়োজন।

বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। এ উপলক্ষে অকল্যাণ্ডের স্কাই টাওয়ারে আয়োজন করা হয় আতশবাজির প্রদর্শনীর। পোড়ানো হয় প্রায় ৪শ` ৫৩ কেজি আতশবাজি। মনমুগ্ধকর এ দৃশ্য দেখতে জড়ো হন বহু মানুষ। ১৯

এছাড়াও নতুন বছর উপলক্ষে সিডনিতে বর্ণিল আতশবাজির প্রদর্শন করা হয়। বর্ণাঢ্য এ আয়োজন উপভোগ করেন হাজার হাজার মানুষ। অস্ট্রেলিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকেও সিডনিতে জড়ো হন বহু মানুষ। এসময় আতশবাজির চোখ ধাঁধানো আলোয় রঙিন হয়ে ওঠে সিডনির আকাশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer