Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বিদ্যুৎখাতে ৮ হাজার ৬৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ২৯ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিদ্যুৎখাতে ৮ হাজার ৬৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ঢাকা: এক কোটি মানুষকে বিদ্যুতের আওতায় আনতে ৮ হাজার ৬৯০ কোটি টাকাসহ মোট নয় প্রকল্পে ১৬ হাজার ৪৩৩ কোটি টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী পরিষদ (একনেক)।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের বলেন, ‘আজকের বৈঠকে মোট নয়টি প্রকল্পে ১৬ হাজার ৪৩৩.২৭ কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে।’ প্রকল্পে অনুমোদিত টাকার মধ্যে- ২৩ হাজার ৬২০.২৭ কোটি সরকারি অর্থায়নে, ২৮৫.৬১ কোটি টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে এবং বাকি ২ হাজার ৫২৭.৩৯ কোটি টাকা বিদেশি ঋণের মাধ্যমে যোগান দেয়া হবে।

নয় প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো ৮ হাজার ৬৯০.৮৯ কোটি টাকায় পল্লি বিদ্যুতায়ন (প্রথম সংশোধিত) বর্ধিত প্রকল্প। যার মাধ্যমে ১৯.৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে।

এ সম্পর্কে মন্ত্রী মান্নান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের এক কোটি মানুষ বিদ্যুতের আওতায় আসবে এবং প্রায় ২০ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে।
বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড ২০২০ সালের জুনের মধ্যে এ প্রকল্পের বাস্তবায়ন করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer