Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিএসটিআইর অনুমোদনহীন ৪ হাজার পানির জার ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ৬ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিএসটিআইর অনুমোদনহীন ৪ হাজার পানির জার ধ্বংস

ছবি- সংগৃহীত

ঢাকা: বিএসটিআই’য়েরে অনুমোদন না নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের জারে খাওয়ার পানি বাজারজাত করায় এগুলো ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর রমনা, ফকিরেরপুল, বঙ্গবাজার, মতিঝিল, কাপ্তানবাজার, নবাবপুর, ইংলিশ রোড ও বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকায় এবং কেরানীগঞ্জের কদমতলী ও শহীদনগর এলাকায় ভোররাত থেকে আকস্মিক অভিযান পরিচালনা করে এসব জার ধ্বংস করা হয়েছে। বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় বিভিন্ন হোটেল, দোকানপাট এবং উপস্থিত ক্রেতা ও ভোক্তাদের অবৈধভাবে বাজারজাত করা জারের ড্রিংকিং ওয়াটার কেনা ও বিক্রি থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

বিএসটিআইর লাইসেন্স ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ঢেউটিন উৎপাদন এবং বিক্রির অপরাধে কেরানীগঞ্জের `বিকাশ কাটিং অ্যান্ড করোগেটেড ইন্ডাস্ট্রিজে`র বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer