Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বাম জোটের সঙ্গে পুলিশের সংঘর্ষ: সাকিসহ ১৪ জন হাসপাতালে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ৩০ ডিসেম্বর ২০১৯

আপডেট: ১৫:২৪, ৩০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

বাম জোটের সঙ্গে পুলিশের সংঘর্ষ: সাকিসহ ১৪ জন হাসপাতালে

ঢাকা :রাজধানীর মৎস্য ভবন এলাকায় বাম জোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর পৌনে ১টায় এ সংঘর্ষ হয়।ঘটনাস্থলে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এছাড়া সংঘর্ষে বাম জোটের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এসময় পুলিশের হামলায় গণংসহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বামজোটের কালোপতাকা মিছিলে এ হামলা হয়।

দফায় দফায় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় মৎস্য ভবন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, মৎস্য ভবন এলাকায় বাম জোট কর্মীদের থামাতে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। ব্যারিকেড ভেঙে নেতাকর্মীরা এগুতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বাম নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer