Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ১৮ ঘোড়া উপহার দিল কাতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৩, ৯ আগস্ট ২০২২

আপডেট: ০৯:১০, ৯ আগস্ট ২০২২

প্রিন্ট:

বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ১৮ ঘোড়া উপহার দিল কাতার

বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ১৮টি ঘোড়া উপহার দিয়েছে কাতার সশস্ত্র বাহিনী। কাতার বিমান ঘাঁটি থেকে আমিরি বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এ ঘোড়াগুলো সোমবার ঢাকায় পাঠানো হয়।

গত ০৬ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পাইলট সালেম হামাদ আল আকিল নাবেত ১৯ জনের প্রতিনিধিদলসহ তিন দিনের সফরে বাংলাদেশে আসেন।

ওই দিন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি প্যারেডের প্রধান অতিথি ছিলেন তিনি। এ সফরে কাতার সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদল ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়।

কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বাংলাদেশ সফরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ হতে বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছাস্বরূপ ১৮টি ঘোড়া দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ওই ঘোড়াগুলো ৮ আগস্ট (সোমবার) কাতার সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের সদস্যসহ কাতার আমিরি বিমানবাহিনীর একটি স্পেশাল ফ্লাইটে বাংলাদেশে আসে।

এদিন আল উদেইদ ঘোড়া বহনকারী বিমানকে আনুষ্ঠানিক বিদায় জানাতে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এনডিসি, দূতাবাসের ডিফেন্স এট্যাসি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দূতালয়প্রধান তন্ময় ইসলাম ও কাতার সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা।

কাতারের এ শুভেচ্ছা উপহারের মাধ্যমে কাতার সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে সুসম্পর্ক বাড়বে বলে আশা করা হচ্ছে।

কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী কাতার সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছাস্বরূপ ১০টি বিরল হরিণ দেবে। একই ফ্লাইটের মাধ্যমে হরিণগুলো কাতারে পাঠানো হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer