Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশ ওপিসিডব্লিউ’র নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫২, ২০ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশ ওপিসিডব্লিউ’র নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত

ঢাকা : বাংলাদেশ আগামী ২০১৯-২০২১ মেয়াদে তিন বছরের জন্য রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা -ওপিসিডব্লিউ -এর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৯ নভেম্বর সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ২৩তম অধিবেশনে সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এ অধিবেশনের ভাইস-চেয়ারপার্সনও নির্বাচিত হয়েছে।

ওপিসিডব্লিউ -এর নির্বাহী পরিষদের ২০১৯-২০২১ মেয়াদের জন্য এশিয়া গ্রুপ থেকে বাংলাদেশসহ ৬টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer