Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলা ভাষা ও সাহিত্যের রাজধানী এখন ঢাকা: মোস্তাফা জব্বার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ৫ জুলাই ২০২২

প্রিন্ট:

বাংলা ভাষা ও সাহিত্যের রাজধানী এখন ঢাকা: মোস্তাফা জব্বার

দেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ হতো না। বাংলা ভাষা ও সাহিত্যের রাজধানী এখন ঢাকা। ওপার বাংলার সাহিত্যিকরাও এক বাক্যে স্বীকার করেন বাংলা ভাষা ও সাহিত্য বাংলাদেশেই বেঁচে আছে ও থাকবে। পৃথিবীর যে কোন ডিজিটাল যন্ত্রে বাংলাভাষা লেখার কোনো সীমাবদ্ধতাও এখন আর নেই।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গতকাল রাতে ঢাকায় বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে নগদ রকমারি বইমেলার বেস্ট সেলার এওয়ার্ড ২০২২ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বাংলাদেশের ডিজিটাল রূপান্তর প্রায় সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে উল্লেখ করে বলেন, ‘প্রকাশকদের বড় সমস্যার নাম মার্কেটিং। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ফলে সে সংকট আজ কেটে গেছে।’

তিনি দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘এমন কোন পণ্য নেই যা ডিজিটাল প্লাটফর্মে বেচা-কেনা হচ্ছে না। গত কোরবানির ঈদেও চার লাখ গবাদি-পশু বিক্রি হয়েছে যা অভাবনীয়।’

মন্ত্রী বলেন, ‘কাগজের যুগ শেষ, সামনের দিন হবে ডিজিটাল বইয়ের যুগ। কাগজের বইকে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল করেছি। পৃথিবী এখন ফিজিক্যাল ও ডিজিটাল বইয়ের সংমিশ্রণের যুগ অতিক্রম করছে।’ কাগজের বইয়ের পাশাপাশি ডিজিটাল বই প্রকাশে এগিয়ে আসতে প্রকাশকদের পরামর্শ দেন তিনি।

এওয়ার্ড অনুষ্ঠানে রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদ হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, শিক্ষাবিদ ড. মো: কায়কোবাদ, আগামী প্রকাশনার প্রতিষ্ঠাতা ওসমান গণি এবং নগদের সিইও সাফায়েত আলম বক্তৃতা করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer