Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

বছরের দীর্ঘতম রাত শুক্রবার, ক্ষুদ্রতম দিন শনিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ২১ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বছরের দীর্ঘতম রাত শুক্রবার, ক্ষুদ্রতম দিন শনিবার

ঢাকা : ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। আর এ কারণেই বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশে ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে দীর্ঘ রাত। পাশাপাশি এই গোলার্ধের মানুষের জন্য ২২ ডিসেম্বর হবে বছরের ক্ষুদ্রতম দিন। উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে।

অপরদিকে দক্ষিণ গোলার্ধের অবস্থা ঠিক বিপরীত। শুক্রবার সেখানে বছরের দীর্ঘতম দিন, আর শনিবার হবে সবচেয়ে ছোট রাত।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। যার ফলে এই গোলার্ধের মানুষ প্রত্যক্ষ করেন সবচেয়ে লম্বা রাত আর সবচেয়ে ছোট দিন। একই কারণে দক্ষিণ গোলার্ধে দেখা যায় বিপরীত চিত্র।

এদিকে বাংলাদেশে আজ বছরের দীর্ঘতম রাত হলেও পূর্ণিমার কারণে আকাশে থাকবে চাঁদের উজ্জ্বল আলো। তাই মন খারাপ করার কিছু নেই। চাইলে সেই রূপালী আলোয় মুগ্ধ হতে পারেন যে কেউ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer