Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

‘বঙ্গবন্ধু’ উপন্যাস প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ২১ এপ্রিল ২০২২

প্রিন্ট:

‘বঙ্গবন্ধু’ উপন্যাস প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স

কলকাতার স্বনামধন্য প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স প্রখ্যাত লেখক ও সাংবাদিক মোস্তফা কামালের লেখা উপন্যাস ‘বঙ্গবন্ধু’ প্রকাশ করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বইটি পহেলা বৈশাখের দিনে প্রকাশিত হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ পাবলিশার্স উপন্যাসটি প্রকাশের উদ্যোগ নেয়। কিন্তু করোনা মহামারীর কারণে প্রকাশনা স্থগিত হয়ে যায়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় পহেলা বৈশাখে বইটি প্রকাশিত হয়। উপন্যাসটি ইতিমধ্যেই ভারতের বাজারে পাওয়া যাচ্ছে এবং শিগগির এটি বাংলাদেশের বাজারে ছাড়া হবে।
উপন্যাস সম্পর্কে লেখক মোস্তফা কামাল বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে উপন্যাস লেখার জন্য দীর্ঘ ১৮ বছর গবেষণা করেছি। দেশে-বিদেশে লাইব্রেরিতে কাজ করেছি। শত শত বই, পত্র-পত্রিকা পড়েছি। তারপর উপন্যাসটি লেখা শুরু করি।’ উপন্যাসের সময়কাল ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত।

মোস্তফা কামাল বাংলাদেশের একজন জনপ্রিয় ঔপন্যাসিক। তিনি ১৯৮৪ সালে লেখালেখি শুরু করেন। ১৯৯১ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।
কামাল দৈনিক সংবাদ, প্রথম আলো ও কালের কণ্ঠ পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer