Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বগুড়া-১, যশোর-৬ উপ-নির্বাচন : রোববার সকাল ৯টায় প্রচার শেষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৭, ১১ জুলাই ২০২০

প্রিন্ট:

বগুড়া-১, যশোর-৬ উপ-নির্বাচন : রোববার সকাল ৯টায় প্রচার শেষ

ঢাকা: আসন্ন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের প্রচার শেষ হচ্ছে রোববার সকাল ৯টায়।গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রচার বন্ধের নির্দেশনা ইতোমধ্যে প্রার্থী ও তার সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ১৪ জুলাই আসন দু’টিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপ-নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।

আরপিও’র ৭৮ অনুচ্ছেদে বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল, শোভাযাত্রা করা যাবে না।অর্থাৎ রোববার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা সব ধরনের প্রচার বন্ধ রাখতে হবে।

নির্বাচনী আইন অনুযায়ী, প্রচার বন্ধের নির্দেশনা অমান্য করলে জয়ী হওয়ার পরও কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিলের ক্ষমতা রাখে নির্বাচন কমিশন।

আসন্ন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) ও যশোর-৬ (কেশবপুর) আসনে উপ-নির্বাচন উপলক্ষে ভোটের আগে-পরে ৭২ ঘণ্টার জন্য বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটের দিন সব ধরনের যন্ত্রযানও বন্ধ থাকবে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য গত সোমবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়েছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer