Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ফের ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪, ২০ অক্টোবর ২০১৮

আপডেট: ১১:১৬, ২০ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

ফের ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা

সাভার : জমি দখল ও চাঁদাবাজি অভিযোগে ফের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। তবে সরকার বা অন্য কোন চাঁপে নয়, স্বাভাবিকভাবে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষেই মামলা হচ্ছে বলে দাবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় হাসান ইমাম নামের এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেন। এটি নিয়ে আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বিরুদ্ধে দুইটি মামলা দায়ের হলো।
দায়েরকৃত মামলায় অন্যান্য আসামীরা হলেন- গণবিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেন।

অন্যান্যদের দেখে নিজেও বিচারের আশায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এসেছেন বলে জানান এই ভুক্তভোগী।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চার জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তবে এখানে সরকার বা অন্য কোন চাঁপে নয়, স্বাভাবিক ভাবে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষই মামলা হচ্ছে বলে দাবী করেন তিনি।

গত সোমবার একই অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় জমি দখল ও চাঁদাবাজির মামলা দায়ের করেন মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি।
অন্যদিকে, গত বুধবার ভুল চিকিৎসার অভিযোগে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক হাসপাতালের ইন্টার্নশীপ চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer