Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ২৪ জুলাই ২০২১

আপডেট: ২১:১২, ২৪ জুলাই ২০২১

প্রিন্ট:

প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে

যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসকের উপহার হিসেবে পাঠানো করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন ঢাকায় এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে তারা এই উপহার পাঠিয়েছেন।

শনিবার  রাতে এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ইত্তেফাক অনলাইনকে জানান, রাতে এসব মোবাইল ভেন্টিলেটর মেশিন ঢাকায় এসে পৌঁছাবে। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ভেন্টিলেটর মেশিন বহনকারী বিমানটি পৌঁছানোর পর ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণ করেন।

 যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়া আহমেদ সাজেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাসান, ডা. হাফিজ হাসান, ডা. মাহমুদুজ্জামান বাপ্পি ও কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান মোবাইল ভেন্টিলেটরগুলো উপহার হিসেবে পাঠান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer