Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

পুরো নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই: মেনন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ১৯ জুন ২০১৯

প্রিন্ট:

পুরো নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই: মেনন

ঢাকা: নির্বাচনের মর্যাদা ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বুধবার বলেছেন, নির্বাচন এবং পুরো নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই।

তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ ভোট দেয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা শুধু নির্বাচনের জন্যই বিপজ্জনক নয়, দেশের জন্যও বিপজ্জনক।’ সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মেনন এ কথা বলেন।

তিনি বলেন, যদি রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ নির্বাচনের নিয়ন্ত্রণ আরোপ করে তাহলে রাজনৈতিক দল শুধু নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনায়ও প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। ‘এটা সবার জন্য প্রযোজ্য এবং আওয়ামী লীগের জন্যও।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer