Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পঞ্চগড়ে নৌকাডুবি: ষষ্ঠ দিনেও চলছে উদ্ধার অভিযান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

পঞ্চগড়ে নৌকাডুবি: ষষ্ঠ দিনেও চলছে উদ্ধার অভিযান

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ষষ্ঠ দিনের মতো নিখোঁজ ৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

শুক্রবার ভোরে ষষ্ঠ দিনের মতো পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের সন্ধানে উদ্ধারের অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরিরা।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম সময় সংবাদকে জানান, ষষ্ঠ দিনের মতো আজ ভোর থেকে আবারও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ৭০ জন জনবল নিয়ে এ অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এ পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

এর আগে ২৫ সেপ্টেম্বর দুপুরে করতোয়া নদীতে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, এটি এ জেলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা। এ ছাড়া দুর্ঘটনার পরপরই পঞ্চগড় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়কে কমিটির প্রধান করা হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer