Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নববর্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ১১ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

নববর্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

ঢাকা : ১৪ এপ্রিল শুভ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান করবে।

ঐ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উল্লেখিত স্থানসমূহে লাখো মানুষের সমাগম হবে। উক্ত এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যানবাহন ডাইভারশন

১। সোনারগাঁও ক্রসিং
২। বাংলা মটর ক্রসিং
৩। পরিবাগ গ্যাপ
৪। নেভাল চীপ গলি
৫। সাকুরার গলি
৬। পুলিশ ভবন ক্রসিং
৭। সবজি বাগান ক্রসিং
৮। মিন্টো রোড পূর্ব প্রান্ত
৯। অফিসার্স ক্লাব ক্রসিং
১০। সুগন্ধা ক্রসিং
১১। কাকরাইল চার্চ ক্রসিং
১২। শিল্পকলা একাডেমি গলি
১৩। দুদকের গলি
১৪। কার্পেট গলি
১৫। মৎস্য ভবন ক্রসিং
১৬। ইউবিএল ক্রসিং
১৭। জিরো পয়েন্ট ক্রসিং
১৮। হাইকোর্ট ক্রসিং
১৯। রোমানা চত্ত্বর ক্রসিং
২০। বকশী বাজার ক্রসিং
২১। পলাশী ক্রসিং
২২। নীলক্ষেত ক্রসিং
২৩। কাঁটাবন ক্রসিং
২৪। আজিজ সুপার মার্কেট ক্রসিং
২৫। প্রশাসন একাডেমী গলি
২৬। শাহবাগ ক্রসিং

যেসব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে
১। বাংলা মটর হতে ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ হতে টিএসসি হতে দোয়েল চত্ত্বর
২। ইন্টারকন্টিনেন্টাল হতে কাকরাইল, মৎস্য ভবন হতে কদম ফোয়ারা
৩। মৎস্য ভবন হতে শাহবাগ হতে কাঁটাবন
৪। পলাশী হতে শহীদ মিনার হতে দোয়েল চত্ত্বর হতে হাইকোর্ট ক্রসিং
৫। বকশী বাজার হতে শহীদ মিনার হতে টিএসসি
৬। শহীদুল্লাহ হল ক্রসিং হতে দোয়েল চত্ত্বর
৭। নীলক্ষেত হতে টিএসসি

যান চলাচলের বিকল্প রুট
১। মিরপুর রোড-সাইন্স ল্যাব-নিউ মার্কেট-আজিমপুর-বকশি বাজার-চাঁনখারপুল-গুলিস্তান
২। রাসেল স্কোয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান
৩। মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান
৪। ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও

বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানসমূহ যে সকল জায়গায় পার্কিং করবে (এক লেনে):
১। হলি ফ্যামিলি হাসপাতাল রোড (উত্তর হতে আগত)
২। পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর হতে আগত)
৩। আব্দুল গণি রোড ( পূর্ব – দক্ষিণ দিকের গাড়িসমূহ)
৪। কার্জন হল হতে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ)
৫। মৎস্য ভবন থেকে কার্পেট গলি (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)
৬। শিল্পকলা একাডেমি গলি (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)
৭। সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়িসমূহ)
৮। কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত (দক্ষিণ- পশ্চিম দিকের গাড়িসমূহ)

উপর্যুক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং সম্মানিত জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মক সহায়তা করার জন্য সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সহযোগিতা কামনা করা হচ্ছে।

প্রয়োজনীয় ফোন নম্বরসমূহঃ

১. পুলিশ কন্ট্রোলরুমঃ ৯৫৫৯৯৩৩, ০১৭১৩-৩৯৮৩১১, ডিএমপি ফোন নং- ১০০
২. ডিবি কন্ট্রোলরুমঃ ০২-৯৩৬২৬৪০
৩. ট্রাফিক কন্ট্রোলরুমঃ ০১৭১১-০০০৯৯০, ০২-৯৫৭৫৫০১
৪. পুলিশ সাব-কন্ট্রোলরুম (রমনা পার্ক): (১০০)-২৩২৪৮(ডিএমপি), ০২-৯৬১১০০৫(অনুষ্ঠানকালীন)
৫. পুলিশ সাব-কন্ট্রোলরুম (সোহরাওয়ার্দী উদ্যান): (১০০)-২৩২৪৯(ডিএমপি), ০২-৬৬২০৩৯(অনুষ্ঠানকালীন)
৬. রমনা থানাঃ ০১৭১৩-৩৭৩১২৫, ০১৭৬৯-৬৯১৬৫২, ০২-৪৯৩৫০৪৬৮ (ডিউটি অফিসার)
৭. শাহবাগ থানাঃ ০১৭১৩-৩৭৩১২৭, ০১৭৬৯-৬৯১৬৫৬, ০২-৯৬৭৬৬৯৯ (ডিউটি অফিসার)
৮. ধানমন্ডি থানাঃ ০১৭১৩-৩৭৩১২৬, ০১৭৬৯-৬৯১৬৫৯, ০২-৫৮৬১৬০৮৬ (ডিউটি অফিসার)
৯. হাতিরঝিল থানাঃ ০১৭৬৯৬৯৫১০০, ০১৭৬৯৬৯৫১০৩, ৪৮৩২১৮০১ (ডিউটি অফিসার)
১০. জাতীয় জরুরি সেবা-৯৯৯

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer