Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

থাইল্যান্ড নেয়া হতে পারে সাহারা খাতুনকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১ জুলাই ২০২০

প্রিন্ট:

থাইল্যান্ড নেয়া হতে পারে সাহারা খাতুনকে

বৃহস্পতিবার অথবা শুক্রবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়া হতে পারে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে।বুধবার সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে।মজিবুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতির বিষয়ে আলোচনা চলছে। অনুমতি পাওয়া গেলে আমরা নিয়ে যাব।’

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে কয়েক দিন আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। ২১ জুন জানা যায়, সাহারা খাতুন কথা বলছেন, নড়াচড়া করছেন। গত ২৬ জুন শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে আইসিইউতে নেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer