Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাবি’র বাসে চড়ে গণভবনে যাচ্ছেন নুর-রাব্বানীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ১৬ মার্চ ২০১৯

আপডেট: ১৪:৩৭, ১৬ মার্চ ২০১৯

প্রিন্ট:

ঢাবি’র বাসে চড়ে গণভবনে যাচ্ছেন নুর-রাব্বানীরা

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাসে চড়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে গণভবনে যাচ্ছেন ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নবনির্বাচিত প্রতিনিধিরা। কেন্দ্রীয় সংসদের ২৫ জন এবং হল সংসদের ২৩৪ জনসহ ২৫৯ জন আজ গণভবনে যাচ্ছেন।

শনিবার বিকাল ৪টায় ডাকসুর নবনির্বাচিত পরিষদকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিষদের সবাইকে নিয়ে গণভবনে যাবেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানী।

বাসে চড়ে গণভবনে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ডাকসুর নবনির্বাচিত এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি জানান, ডাকসুর সব প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের লাল বাসে করে গণভবন যাবেন।পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজীত কুমার দাসও সেখানে যাবেন।

ঢাবির পরিবহন ম্যানেজার কামরুল হাসান জানান, গণভবনে যাওয়া উপলক্ষে আটটি বাস এবং পাঁচটি মিনিবাস তৈরি রাখা হয়েছে। প্রয়োজন হলে আরও ব্যবস্থা করা হবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer