Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ট্রাম্পের দেয়াল নির্মাণে অস্থায়ী নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ২৬ মে ২০১৯

প্রিন্ট:

ট্রাম্পের দেয়াল নির্মাণে অস্থায়ী নিষেধাজ্ঞা

ঢাকা : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রতিরক্ষা বিভাগ থেকে অর্থ ব্যবহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির এক ফেডারেল বিচারক।

শুক্রবার জারি করা এই নিষেধাজ্ঞা ট্রাম্পের জন্য একটি বড় ধরনের আঘাত। ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে সীমান্ত দেয়াল প্রকল্পে অর্থ সংগ্রহের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন।

নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন। খবর বিবিসির।

বিচারক হ্যায়উড গিলিয়াম প্রতিরক্ষা বিভাগের কথা উল্লেখ করে নির্দেশ দেন, ‘প্রতিরক্ষা দফতরের অর্থ ব্যবহার করে দেয়াল নির্মাণ-সংক্রান্ত যে কোনো ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer