Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঝিকরগাছার নাভারণ মেম্বারের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

মুস্তাক মুহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২, ১৩ নভেম্বর ২০১৯

আপডেট: ০০:৩১, ১৪ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

ঝিকরগাছার নাভারণ মেম্বারের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

ছবি: বহুমাত্রিক.কম

যশোর : ঝিকরগাছায় জামাল হোসেন নামে এক মেম্বারের বাড়ি থেকে ভিজিএফের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজাজুর রহমান এই চাল উদ্ধার করেন। জামাল হোসেন নাভারণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর ও পাঁচপোতা গ্রামের বাসিন্দা।

শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজাজুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মেম্বার জামাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। বস্তার গায়ে সরকারি খাদ্য অধিদপ্তর লেখা আছে। চাল উদ্ধারের সময় জামাল হোসেন বাড়িতে ছিলেন না।

ধারণা করা হচ্ছে চালগুলো ভিজিএফের। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সাধন কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে জানা যায়, মেম্বার জামাল হোসেনের বাড়িতে সরকারি চাল আছে। এতে পুলিশের অভিযানে তার বাড়ি থেকে ২০ বস্তা চাল উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer