Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ঝিকরগাছায় আমন ধান সংগ্রহের কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি

মুস্তাক মুহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ৫ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

ঝিকরগাছায় আমন ধান সংগ্রহের কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি

ছবি: বহুমাত্রিক.কম

ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ ও শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে ওয়ার্ড পর্যায়ে কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মধ্যে থাকা ১৭ হাজার ৪শত ৩৫জন কৃষকদের থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে বাছাইকৃত ১ হাজার ৯শত ৮৩ জন কৃষকদের নিকট হইতে মাথাপ্রতি ০১ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে।

অনুষ্ঠানের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দার্য়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের সভাপত্বিতে ও উপজেলা খাদ্য গুদাম অফিসার প্রবোধ কুমার পাল’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা শিক্ষা (প্রাথমিক) অফিসার ইসমত আরা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সন্দীপ কুমার দাশ, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই হাফিজুর রহমান, গদখালি ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান, উপ সহকারী উদ্ভদ সংরক্ষণ অফিসার আব্দুল হক, উপ সহকারী কৃষি অফিসার আইয়ুব হোসেন প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer