Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

জাপানে কর্মক্ষেত্রে নারীদের চশমা পরায় নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ১১ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

জাপানে কর্মক্ষেত্রে নারীদের চশমা পরায় নিষেধাজ্ঞা

ঢাকা : কর্মক্ষেত্রে নারীদের চশমা পরার ওপর নিষেধাজ্ঞা জারি হলো জাপানে। কয়েকটি জাপানিজ কোম্পানি এ নিয়ম জারি করেছে।সেখানে বলা হয়েছে, অফিসে কোনও নারী চশমা পরতে পারবেন না। আর এ নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

জানা গেছে, বিভিন্ন কারণে জাপানের কয়েকটি সংস্থা নারীদের চোখে গ্লাস পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে কিছু রিটেল চেইনের বক্তব্য, অনেক নারী নিজের স্মার্ট আর স্নিগ্ধ লুকের জন্য চশমা পরেন।

তবে অফিসের সকলেই যে নিজের লুকের জন্য চশমা পরেন তা কিন্তু নয়। চোখের সমস্যার কারণেও চশমা পরতে হয়। তবে শুধু নারীদেরই কেন, পুরুষরা কি চশমা পরেন না? গোটা বিষয়টি নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

এই বিষয় নিয়ে #glassesareforbidden হ্যাশট্যাগ জাপানে খুব জনপ্রিয় হয়েছে। শুধু জাপান বললে ভুল হবে, গোটা বিশ্বই এ নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer