Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

‘জঙ্গিবাদের উদ্ভব হয় এমন প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হতে পারে না’

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ২১ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘জঙ্গিবাদের উদ্ভব হয় এমন প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হতে পারে না’

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : ‘সত্যিকার অর্থে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কখনই জঙ্গিবাদ ও মাদকের দিকে ঝুঁকতে পারে না। আর যে সব বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও মাদকের অস্তিত্ব বিরাজ করে সে গুলো কখনই ‘বিশ্ববিদ্যালয়’ হতে পারে না, এগুলো জঙ্গি তৈরির কারখানা।’

শনিবার সাভারের আশুলিয়া মডেল টাউনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভাসির্টির স্থায়ী ক্যাম্পাসে সামার ও ফল সেমিস্টার-২০১৮ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কখনই জঙ্গিবাদ ও মাদকের দিকে ঝুঁকতে পারে না। দুর্ভাগ্যবশত বাংলাদেশে কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে, জঙ্গি ধরা পরলে বলা হয়-সে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল কিংবা আছে। তাহলে ওই বিশ্ববিদ্যালয়গুলো কি লেখাপড়া বাদ দিয়ে জঙ্গি হওয়ার তালিম দিচ্ছে ? তাহলে এটি বিশ্ববিদ্যালয় নয় জঙ্গি তৈরির কারখানা। আরেকটি বিষয় হচ্ছে, ওই বিশ্ববিদ্যালয় কেন সবার কাছে প্রিয়? কারণ হচ্ছে-কেননা সেখানে মাদকসেবন খুব সহজলভ্য ও সহজে সেবন করা যায়।’

তিনি আরো বলেন, ‘মাদক বাংলাদেশের একটি বিশাল তরুণ গোষ্ঠীকে ধ্বংস করে দিচ্ছে। তাই তরুন শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন, মাদক ও জঙ্গিবাদ থেকে সাবধান থাকতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘সব জিনিস ক্লাস রুমে শেখানো সম্ভব না এই বিষয়টি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে অনুধাবন, শিকার ও উবলব্ধি করতে হবে। বিশ্বায়নের এই যুগে কাল কি হবে সেটা যেমন আজ বলা যাবে না। তেমনি আগামী পরশু দিন কি হবে তা আগামিকাল বলা যাবে না। কারণ আমরা বিশ্বায়নের যুগে বাস করি। তাই বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে শুধু জ্ঞান সৃষ্টি হয় না, জ্ঞান সৃষ্টির পরিবেশ তৈরি করা হয়। তাই ধানমন্ডি, উত্তরা ও মীরপুরের গন্ডি পেরিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোকে খোলা উন্মুক্ত জায়গায় ক্যাম্পাস স্থাপন করা উচিত। এতে করে এখানে পড়ুয়া শিক্ষার্থীদের চিন্তা চেতনা উদার হবে।’

এসময় ইস্টার্ন ইউনিভাসির্টির উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার ড. আমিনুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভাসির্টি বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্ট্রির সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্য আলী আজ্জম। এছাড়া বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer