Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চেক রিপাবলিক থেকে ১৮ রাশিয়ান কূটনীতিক বহিষ্কার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৮ এপ্রিল ২০২১

প্রিন্ট:

চেক রিপাবলিক থেকে ১৮ রাশিয়ান কূটনীতিক বহিষ্কার

১৮ জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করছে চেক রিপাবলিক। দেশটির একটি অস্ত্রাগার বিস্ফোরিত হয় ২০১৪ সালে। এ ঘটনায় রাশিয়ান গোয়েন্দা সংস্থা যুক্ত ছিল এমন সন্দেহ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে চেক সরকার। রোববার (১৮ এপ্রিল) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপগুলি রাশিয়াকে মস্কোর চেক প্রজাতন্ত্রের দূতাবাস বন্ধ করার বিষয়ে বিবেচনা করতে প্ররোচিত করতে পারে। এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি ইন্টারফ্যাক্স। চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিজ এক বিবৃতিতে বলেছেন, ভ্রাবেটিস অঞ্চলে একটি গোলাবারুদ ডিপো বিস্ফোরণে রাশিয়ান গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের কর্মকর্তাদের জড়িত আছে বলে সুস্পষ্ট সন্দেহ রয়েছে।

প্রাগের ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভ্রাবেটিস ডিপোতে গত ২০১৪ সালের অক্টোবরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে একটি বেসরকারি সংস্থার দু`জন কর্মচারী নিহত হয়। কোম্পানিটি একটি রাষ্ট্রীয় সামরিক সংস্থার কাছ থেকে সাইটটি ভাড়া নিয়েছিল।

এর আগে, ১০ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। মস্কোর সঙ্গে সংযুক্ত ৩০টি সংস্থা ও ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের জন্য ও গুজব ছড়ানোর প্রচেষ্টার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরে ওয়াশিংটনের ‘রুশ-বিরোধী পদক্ষেপ’-এর জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিক বহিষ্কার এবং আরো আটজন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে পুতিন প্রশাসন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer