Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

গার্মেন্টস নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছে সরকার : রিজভী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ১৫ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গার্মেন্টস নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছে সরকার : রিজভী

ঢাকা : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বর্তমানে গার্মেন্টস শিল্প নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছে। এ শিল্পকে ধংসের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে তারা।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

রুহুল কবির রিজভী বলেন, ‘এখন ভুয়া ভোটের সরকার গার্মেন্টস শিল্পকে নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছে। বর্তমান ভুয়া ভোটের সরকার এই শিল্পকে ধংসের দিকে ঠেলে দেওয়ার যে পাঁয়তারা করছে তার পরিণাম শুভ হবে না। যারা অর্থনীতির চালিকাশক্তি, তাদের ধ্বংস করে অর্থনীতির বিকাশ সম্ভব নয়।’

‘গার্মেন্টস শ্রমিক আন্দোলন ঠেকাতে হত্যা, লাঠিচার্জে ক্ষতবিক্ষত করা ও ব্যাপক গ্রেপ্তারের মধ্য দিয়ে কোনো সমাধান আসবে না। অবিলম্বে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এই গার্মেন্টস শিল্পকে রক্ষা করতে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। এবং আলোচনার ভিত্তিতে উদ্ভূত সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। শুধু অলীক তৃতীয় পক্ষ বা অন্যের হাত আছে এসব বলে সংকটের সমাধান হবে না’, বলেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘মালিক-শ্রমিকদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি গার্মেন্ট শিল্প এখন বন্ধ হওয়ার উপক্রম। গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করে তা মালিকদের মাধ্যমে বাস্তবায়ন করতে সরকারের ব্যর্থতা গত কয়েকদিন ধরে ফুটে উঠেছে। বিদেশি কাউকে সুবিধা দিতে এর পেছনে সরকারের অসৎ উদ্দেশ্য কাজ করছে বলেই দেশের জনগণ বিশ্বাস করে।’

এ ছাড়া চালের দাম নিয়ন্ত্রণে রাখতে না পারায় সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, `বর্তমান অবৈধ সরকার চালের বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূণরূপে ব্যর্থ হয়েছে। গত কয়েকদিনে ফের কয়েক দফা চালের দাম বেড়েছে। প্রতি কেজি চালের দাম গত এক সপ্তাহে বেড়েছে ছয় থেকে আট টাকা। সরকারদলীয় সিন্ডিকেটের লোকেরাই কারসাজি করে এই দাম বৃদ্ধি করছে। ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে একসময় ভোট চাইলেও বর্তমানে মোটা চালের দামও ৫০ টাকার নিচে নয়। অন্যান্য চাল ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer