Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

গাজায় ইসরাইলের বিমান হামলায় হামাসের টিভি ভবন ধ্বংস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ১৩ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাজায় ইসরাইলের বিমান হামলায় হামাসের টিভি ভবন ধ্বংস

ঢাকা : গাজায় সোমবার ইসরাইলের বিমান হামলায় তিন ফিলিস্তিনী নাগরিক নিহত ও হামাসের একটি টিভি ভবন ধ্বংস হয়েছে। গাজা থেকে ইসরাইলে রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়।

রোববার গাজা ভূখণ্ডে ইসরাইলের বিশেষ বাহিনীর ব্যাপক অভিযানের হামাস প্রতিশোধ গ্রহণের শপথ নেয়ার পর সর্বশেষ এই ঘটনা ঘটল।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, হামাসের ৩শ’র বেশি রকেট হামলার জবাবে তারা সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ জঙ্গি গোষ্ঠীর ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি রকেট ঠেকিয়ে দিয়েছে এবং অধিকাংশ রকেট ফাঁকা স্থানে পড়েছে। যদিও কয়েকটি রকেট ঘরবাড়ি ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আঘাত করেছে।

চিকিৎসা কর্মীরা জানান, এসব রকেট হামলায় ২০ ইসরাইলি আহত হয়েছে।

সেনাবাহিনীর জানায়, গাজা থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের একটি বাসে আঘাত হানে। এতে সৈন্যসহ বেশ কয়েকজন আহত হয়। আহত সৈন্যের অবস্থা গুরুতর।
হামাসসহ গাজার বিভিন্ন জঙ্গি গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বাসটি ইসরাইলি সৈন্যরা ব্যবহার করছিল বলে তারা জানায়।

ইসরাইলের সামরিক মুখপাত্র জনাথন কনরিকাস ওই বাস বা যাত্রীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের হামলায় তিন ফিলিস্তিনী নাগরিক নিহত ও নয়জন আহত হয়েছে।

ইসরাইলের উপর্যুপরি বিমান হামলায় হামাসের আল-আকসা টিভি ভবনটি ধ্বংস হয়েছে।
গাজা সিটির একটি হোটেলে ইসরাইল হামলা চালায়। হোটেলটি হামাস তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল।

টিভি ভবনের ইসরাইলি হামলার জবাবে গাজার জঙ্গিগোষ্ঠীগুলো ইসরাইলের বিরুদ্ধে আবারো হামলার হুমকি দিয়েছে।

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer